আইন-আদালত

ঠিকাদার বাশার হত্যা : শফিকুল দুই দিনের রিমান্ডে

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ঠিকাদার আবুল বাশার তালুকদারকে (৩২) কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার এজহারভুক্ত আসামি শফিকুল ইসলাম শফিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

আজ শুক্রবার (১৫ মে) ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা শুনানি শেষে তার এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন শফিকুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে খিলগাঁও থানা পুলিশ। এসময় ঠিকাদার বাশার হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য শফিকুলকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক আরসেল তালুকদার। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাতে খিলগাঁও রেলগেট এলাকা থেকে এজহারনামীয় আসামি শফিকুলকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় চাঞ্চল্যকর বাশার হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা রামদা জব্দ করা হয়েছে।

র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, প্রাথমিক জিজ্ঞরাসাবাদে শফিক হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি রামদা উদ্ধার করা হয়েছে ।

Advertisement

আটক শফিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানায়, খিলগাঁও এবং রামপুরা এলাকায় অবৈধ ইট, বালুর ব্যবসা এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ওই এলাকার বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল। নিহত আবুল বাশার তালুকদার খিলগাঁও ও রামপুরা থানা এলাকায় ইট ও বালু সরবরাহের ঠিকাদারি করতেন। ইট, বালুর ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সাইফুল গ্রুপের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আবুল বাশার গ্রুপ। এরই প্রেক্ষিত এ হত্যাকাণ্ড ঘটে।

উল্লেখ্য,বুধবার (১৩ মে) রাতে আবুল বাশার তালুকদারকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই উজ্জ্বল তালুকদার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

জেএ/এনএফ/এমএস

Advertisement