দেশজুড়ে

নীলফামারীতে গ্রাম পুলিশদের মানববন্ধন

চার দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন করেছে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। সোমবার সকাল ১০ টায় ডিসি মোড়ে ঘণ্টাব্যাপি মানববন্ধনে নীলফামারীর ছয় উপজেলার ৬০ ইউনিয়নের ৬০২ জন গ্রাম পুলিশ অংশ নেয়। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক জাকির হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন চলাকালে বক্তারা গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির কর্মচারীর মতো বেতনস্কেল ঘোষণা, অবসরকালীন ভাতা প্রদান, পুলিশ আনছার বাহিনীর মতো রেশনিং ব্যবস্থাকরণ, ২০১৩ সালের প্রণীত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকর করাসহ ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানায়।  এ সময় বক্তব্য রাখেন জেলার বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ ছয় উপজেলা থেকে আগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।জাহেদুল ইসলাম/এসএস/এমএস

Advertisement