দেশজুড়ে

সিলেটের হাসান ও হকার্স মার্কেট বন্ধ ঘোষণা

খোলার দুদিনের মাথায় ফের সিলেট নগরের ঐতিহ্যবাহী হাসান মার্কেট ও হকার্স মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) নগর ভবনে এই দুই মার্কেটের ব্যবসায়ী নেতাদের নিয়ে সভা করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

Advertisement

সভায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়ে মেয়র বলেন, জীবন বাঁচানোর জন্য মার্কেট দুটি বন্ধ রাখা উচিত। মেয়রের এ আহ্বানে সাড়া দিয়ে ব্যবসায়ীরা মার্কেট বন্ধের ঘোষণা দেন। সভার সিদ্ধান্তের কথা নিশ্চিত করে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি রইছ আলী বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (১৫ মে) থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হাসান মার্কেট ও হকার্স মার্কেট। গত ১০ মে সিলেট চেম্বার ও নগরের ব্যবসায়ী নেতারা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করে ঈদের আগে দোকানপাট, শপিং মল, বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত দিলেও হাসান মার্কেট ও হকার্স মার্কেটের ব্যবসায়ীরা তা না মেনে মঙ্গলবার (১২ মে) দোকানপাট খোলেন। এর ফলে বুধবার (১৩ মে) নগরের বন্দরবাজারে ওইদিন মানুষের জটলা লেগে যায় এবং নগরে যানজটের সৃষ্টি হয়।

এ নিয়ে ১৩ মে ‘লাফিয়ে বাড়ছে করোনা রোগী, সীমিত আকারে মার্কেট করছেন তারা’ শিরোনামে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘোষিত লকডাউনের মধ্যেও বুধবার সিলেট নগর ‘যানজটের শহরে’ পরিণত হয়েছে। সরকারি সিদ্ধান্তে সীমিত সময়ের জন্য দোকানপাট খোলায় বেড়েছে মানুষের ভিড়। সিলেটে হঠাৎ করে বেড়েছে করোনা আক্রান্ত রোগী। এ অবস্থায় নগরে মানুষের এমন ভিড় জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

Advertisement

এর পরপরই বিষয়টি নিয়ে এ দুটি মার্কেটের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ দুটি মার্কেটের মালিকানাও সিলেট সিটি কর্পোরেশনের। ওই বৈঠক থেকেই মার্কেট দুটি বন্ধের কথা জানান ব্যবসায়ীরা।

ছামির মাহমুদ/আরএআর/এমএস