দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে লকডাউনে থাকা এক ব্যক্তির এক বিঘা জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
Advertisement
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রাজ’র নেতৃত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ২০ সদস্যের একটি টিম উপজেলার বিনাইল ইউনিয়নের রামকৃষ্ণপুর মাঠে ওই ব্যক্তির ধানগুলো কেটে দেয়।
বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রাজ জানায়, গত ৯ মে বিরামপুর উপজেলার তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে ১১ মে আরও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রামণ ধরা পড়ে। এরপর থেকে ওই ব্যক্তির বাড়িসহ আসপাশের বেশ কিছু বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।
তিনি জানান, করোনায় আক্রান্ত ও বাড়ি লকডাউন থাকায় মাঠের পাকা ধান নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েন ওই ব্যক্তির পরিবার। সমস্যার কথা জানতে পেরে ওই ব্যক্তির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় উপজেলা ছাত্রলীগ। এক বিঘা জমির পাকা ধান কেটে ও মাড়াই করে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়। আগামীতেও যারা শ্রমিক সংকটে পড়বেন তাদের পাশেও ছাত্রলীগ থাকবে।
Advertisement
বিরামপুর উপজেলা চেয়ারম্যান মো. খায়রুল আলম রাজু বলেন, এটি একটি ভালো উদ্যোগ। ছাত্রলীগের এমন মহতি কাজকে আমি সাধুবাদ জানাই। ইতোমধ্যে ওই ইউনিয়নের আরও এক করোনা রোগীর ধান হারবেষ্টার মেশিন দিয়ে কেটে দেয়া হয়েছে।
এমদাদুল হক মিলন/এমএএস/এমকেএইচ