বাংলাদেশের থিয়েটার চর্চার অঙ্গনে ‘বাতিঘর’ নবীনতম একটি দল। চার বছরের পথ পাড়ি দিয়ে এবারে ‘বাতিঘর’ পঞ্চম বর্ষ চলছে। বিগত চার বছরে দলটি বেশ কিছু পথনাটক, স্বল্প পরিসরের মঞ্চ নাটকের সফলতার পরে এই বছর প্রথম পূর্ণাঙ্গ মঞ্চ প্রযোজনা ‘ঊর্ণাজাল’ নিয়ে হাজির হয়েছে। ইতিমধ্যে যা দর্শকদের মাঝে আলোচিত-সমালোচিত হয়েছে। পথচলার পঞ্চম বর্ষে পদার্পণ এবং ‘ঊর্ণাজাল’ নাটকটির সফল প্রয়াসকে থিয়েটারের প্রবীন-নবীন কিছু সংগঠন ও থিয়েটার দর্শকদের সাথে উদযাপনের অংশ হিসেবে আগামী ২৩ অক্টোবর হতে ২৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তন এবং জাতীয় নাট্যশালা মিলনায়তন নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘বাতিঘর নাট্যমেলা’। উৎসবের প্রথম দিন জাতীয় নাট্যশালা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’-র প্রদর্শনী দিয়ে উৎসব শুরু হবে। উৎসবে অংশগ্রহণকারী অন্য দলগুলো হল- আরণ্যক, প্রাচ্যনাট, বটতলা, প্রাঙ্গনে মোর, আগন্তুক রেপাটরি এবং বাতিঘর।এলএ/এমএস
Advertisement