লালমনিরহাট সদর হাসপাতালের এক স্টাফ ও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জেলায় আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (৩৬) ও লালমনিরহাট সদর হাসপাতালের অফিস সহকারী (৪০)।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন করে আক্রান্ত চিকিৎসক ও সদর হাসপাতালের ওই অফিস সহকারীর ৯ মে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
মো. রবিউল হাসান/এএম/এমকেএইচ
Advertisement