ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন পয়েন্টে চারটি ‘ডিজইনফেকশন চেম্বার’ স্থাপন করা হয়েছে। সামাজিক প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ-এনআইবি’ এর উদ্যোগে স্থাপন করা হয় এ চেম্বারগুলো।
Advertisement
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় চেম্বারগুলোর উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
এ সময় তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা এবং করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাই এখানকার চিকিৎসকরা প্রতিনিয়ত করোনা ঝুঁকিতে রয়েছেন। এনআইবির উদ্যোগে স্থাপিত ডিজইনফেকশন চেম্বার এ ঝুঁকি কমাতে সহায়তা করবে।’
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ, সহকারী পরিচালক ডা. আশরাফুন নাহার, এনআইবির সদস্য আমিনুল ইসলাম শান্ত ও সমন্বয়কারী নেসার আমিন প্রমুখ।
Advertisement
এনআইবির পক্ষ থেকে জানানো হয়, স্বয়ংক্রিয় এ ডিজইনফেকশন চেম্বারগুলোতে আগত চিকিৎসক ও রোগীরা চেম্বারে দাঁড়িয়ে স্প্রের মাধ্যমে মাত্র পাঁচ সেকেন্ডে নিজেকে জীবাণুমক্ত করতে পারবেন। চেম্বারগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে ঢামেক কর্তৃপক্ষ।
এর আগে এনআইবির উদ্যোগে গত ৩ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং ৬ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একই ধরনের ডিজইনফেকশন চেম্বার স্থাপন করা হয়।
পিডি/এএইচ/পিআর
Advertisement