দেশজুড়ে

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বিনা নোটিশে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। সোমবার সকালে নগরীর পাহাড়তলী থানার বিটাক মোড়ে বিক্ষোভ করে শ্রমিকরা।জানা যায়, পাহাড়তলী গাউস ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় বিনা নোটিশে ১২৫ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে রাস্তায় নেমে আসে কয়েক হাজার শ্রমিক। ফলে ওই সড়ক দিয়ে বর্তমানে যান চলাচল বন্ধ হয়ে আছে।শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক তোফায়েল আহমেদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।  ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। মালিকের সঙ্গে আলোচনা চলছে।পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, গাউস ফ্যাশনে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করে। ছাঁটাই নিয়ে বেশ কিছুদিন ধরে কারখানাটিতে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে সোমবার সকালে অফিসে গিয়ে ১২৫ জন শ্রমিক জানতে পারেন, তাদের ছাঁটাই করা হয়েছে।  এসময় কয়েকজন শ্রমিক কর্মকর্তাদের কাছে কারণ জানতে গেলে দুর্ব্যবহার এবং মারধরের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।গাউস ফ্যাশন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বলেন, কারখানার মালিক শ্রমিকদের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন।  শ্রমিকদের চাকুরিচ্যুত করা হচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা মারধর করছে, হুমকি দিচ্ছে। আজও (সোমবার) ইউনিয়নের সেক্রেটারি মুজিবসহ ১০-১৫ জন শ্রমিক মারধরের শিকার হয়েছেন।কারখানার শ্রমিক রোজিনা ও নূরুন্নাহার অভিযোগ করেন, প্রায়ই সন্ত্রাসীদের কাছে যৌন হয়রানি ও মারধরের শিকার হন নারী শ্রমিকরা।  এর মধ্যে আবার কথায় কথায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে।  নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, সকালে গাউস ফ্যাশনে ১২৫ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের শান্ত করে রাস্তা থেকে সরাতে চেয়েছিল। কিন্তু তারা অবরোধ অব্যাহত রেখেছেন।এআরএস/এমএস

Advertisement