দেশজুড়ে

গাজীপুরে এক থানার ১৫ পুলিশ করোনায় আক্রান্ত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ১৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৯৬ জন। এরমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি’র) বাসন থানার ১৫ পুলিশ সদস্য রয়েছেন।

বাসন থানায় আক্রান্তদের মধ্যে একজন উপ-পরিদর্শক, ৩ জন সহকারী উপ-পরিদর্শক ও ১১ জন কনস্টেবল। আক্রান্তদের একটি আবাসিক হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে ১১ জন পোশাক শ্রমিকও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মহানগর সদরে ৭০ জন, শেখ ফজিলাতুন্নেছা কেপিজে মেমোরিয়াল হসপিটালে ৩২ জন, কালিয়াকৈরে ১১, কালীগঞ্জে ১০, কাপাসিয়ায় ৩ ও শ্রীপুরে ৩ জন আক্রান্ত হয়েছেন।

Advertisement

এদিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক করোনা রোগী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা আক্তার।

আমিনুল ইসলাম/এফএ/পিআর