আন্তর্জাতিক

করোনায় মোট আর্থিক ক্ষতি দাঁড়াবে সাড়ে আট লাখ কোটি ডলার: জাতিসংঘ

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি অন্তত ৩ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়ে পড়বে। এতে বিশ্বব্যাপী মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে সাড়ে আট লাখ কোটি (৮.৫ ট্রিলিয়ন) মার্কিন ডলার। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

গত বুধবার প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা (ডব্লিউইএসপি) প্রতিবেদনে সংস্থাটির অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগ (ডিইএসএ) জানিয়েছে, ২০২০ সালের মধ্যভাগে উন্নত দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে যেতে পারে পাঁচ শতাংশ পর্যন্ত। এসময় উন্নয়নশীল দেশগুলোর উৎপাদন কমবে ০.৭ শতাংশ।

জাতিসংঘের প্রধান অর্থনীতিবিদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক সহকারী মহাসচিব এলিয়ট হ্যারিস বলেন, ‘জানুয়ারিতে ডব্লিউইএসপি ২০২০ শুরুর পর থেকে বিশ্বের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি মারাত্মকভাবে পরিবর্তিত হয়েছে।’

করোনাভাইরাস এক অভূতপূর্ব স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট তৈরি করেছে। লকডাউন ও সীমান্ত বন্ধ অর্থনৈতিক কার্যক্রমকে অবশ করে দিয়েছে, বিশ্বব্যাপী লাখ লাখ শ্রমিক চাকরিচ্যুত হয়েছে।

Advertisement

হ্যারিস বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের বিধিনিষেধ ও তীব্র অনিশ্চয়তার কারণে বিশ্ব অর্থনীতি ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে কার্যত স্থবির হয়ে পড়েছে। আমরা এমন এক চরম বাস্তবতার মুখোমুখি হয়েছি, যা মহামন্দার পর আর দেখা যায়নি।’

করোনাভাইরাস মহামারি মোকাবিলা ও ভয়াবহ অর্থনৈতিক মন্দা কাটাতে বিভিন্ন দেশ যে পরিমাণ আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে তা বৈশ্বিক জিডিপির মোটামুটি ১০ শতাংশের সমান।

জাতিসংঘের মতে, গত কয়েকদিনে করোনাভাইরাসে মৃত্যুর হার কিছুটা কমে আসলেও মহামারি পরবর্তীকালে কী ঘটবে তা এখনও অনিশ্চিত। ভাইরাসে প্রাণহানি আর অর্থনীতি পুনরুদ্ধারের মধ্যে টানাপোড়েন সত্ত্বেও বেশ কিছু দেশ ইতোমধ্যেই নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। তবে পুনরুদ্ধার প্রক্রিয়া অনেকটাই নির্ভর করছে জনস্বাস্থ্যের সুরক্ষা ও আর্থিক কার্যক্রম একসঙ্গে কতটা ভালোভাবে চলবে তার ওপর।

সূত্র: ইউএন নিউজ

Advertisement

কেএএ/জেআইএম