আন্তর্জাতিক

করোনার টেস্ট কিট বহনকারী বিমান দুর্ঘটনায় পাইলট নিহত

ইন্দোনেশিয়ায় করোনার টেস্ট কিট বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে এক মার্কিন পাইলট নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই পাইলট ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে করোনাভাইরাসের টেস্ট কিট নিয়ে যাচ্ছিলেন।

Advertisement

কোডিয়াক বিমান নিয়ে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের সেনটানি বিমানবন্দর থেকে স্থানীয় সময় মঙ্গলবার যাত্রা করেছিলেন জয়েস লিন (৪০) নামের এই নারী পাইলট।

মিশন এভিয়েশন ফিলোশিপে (এমএএফ) পাইলট এবং তথ্য প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন লিন।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, লিন তাদের সঙ্গে প্রায় তিন বছর ধরে কাজ করেছেন। পাপুয়া প্রদেশের মামিত এলাকায় অবতরণের চেষ্টা করেছিলেন লিন। সেখানকার একটি স্থানীয় ক্লিনিকের জন্য করোনার টিস্ট কিট নিয়ে যাচ্ছিলেন ওই তিনি।

Advertisement

কিন্তু উড্ডয়নের কয়েক মিনিট পরেই তিনি জরুরি সংকেত পাঠান। এরপরেই বিমানটি সেনটানি লেকে বিধ্বস্ত হয়েছে। ডুবুরিরা নিশ্চিত করেন যে, তিনি বেঁচে নেই।

এমএএফ জানিয়েছে, দুর্ঘটনার সময় লিন একাই বিমানে ছিলেন। কিভাবে ওই দুর্ঘটনা ঘটল সে বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তদন্ত কাজে সহযোগিতা করছে এমএএফ। প্রায় দুই বছর ধরে ইন্দোনেশিয়ায় কাজ করছিলেন এই মার্কিন নারী পাইলট।

টিটিএন/এমএস

Advertisement