আন্তর্জাতিক

সংক্রমণ বাড়ছে চিলিতে

প্রথমদিকে চিলিতে করোনার সংক্রমণের হার ছিল খুবই কম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

Advertisement

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২ হাজার ৬৬০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সেখানে করোনার প্রাদুর্ভাব ঘটার পর এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, এখন পর্যন্ত দেশটিতে মোট ৩৪ হাজার ৩৮১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩৪৬ জন।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৪ হাজার ৮৬৫ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ১৯ হাজার ১৭০টি। অপরদিকে ৪৯৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

চিলির স্বাস্থ্যমন্ত্রী জেইম মানালিচ বলেছেন, সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রাজধানী ও এর আশেপাশের এলাকায় কড়াকড়ি আরোপ করতে হবে কর্তৃপক্ষকে। এদিকে, প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, শুক্রবার থেকেই কড়াকড়ি শুরু হবে।

এদিকে, বুধবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রেসিডেন্টের বাসভবন লা মোনেডার সঙ্গে সম্পৃক্ত সংবাদ কর্মীকে ১৪ দিন বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে। এক গণমাধ্যম কর্মীর দেহে করোনার উপস্থিতি ধরা পড়ার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিটিএন/জেআইএম

Advertisement