ভোলায় শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপে মণ্ডপে দরিদ্র হিন্দু নারী ও পুরুষের মধ্যে উপহার হিসেবে বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছেন পৌর মেয়র আওয়ামী লীগ নেতা মোহম্মদ মনিরুজ্জামান। সোমবার শহরের পৌর বাপ্তার রাধা গোবিন্দ, কালী মাতার মন্দির ও দুর্গামণ্ডপে বস্ত্র বিতরণ করা হয়।এসময় প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক অভিনাশ নন্দি, পৌর কান্সিলর মনজুর আলম, পূজা উদযাপন পরিষদের সদর উপজেলা কমিটির সভাপতি শান্ত ঘোষ, সাধারণ সম্পাদক জয় দে, সাংগঠনিক সম্পাদক রাজন সাহা, রাধা গোবিন্দ ও কালী মাতার মন্দিরের সহ সভাপতি উত্তম দে উপস্থিত ছিলেন। পৌর এলাকার পৌর বাপ্তা, অনুজহাকালী, কালিখোলা ও মদন মোহন ঠাকুর মন্দিরসহ শহরের ১৩টি মণ্ডপ এলাকার তিন হাজার নারী-পুরুষকে শাড়ি লুঙ্গি দেয়া হয়। এসময় পৌর মেয়র বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। আমরা সুখ-দুঃখ ভাগ করে নিয়ে একই সমাজে বাস কারার পাশাপাশি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। দুর্গা পূজার প্রথম দিনে দেশবাসীর শান্তি কামনায় বিশেষ প্রর্থনা করা হয়। অমিতাভ অপু/এমজেড/এমএস
Advertisement