আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ডের এক মুখপাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisement

এদিকে, প্রেসিডেন্টের কার্যালয়ের একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। সরকারের শীর্ষ পর্যায়ে করোনার সংক্রমণ দেখা দেওয়ায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

রবার্তো ভেরাসকো আলভারেজ পররাষ্ট্রমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ একজন। তিনি তার প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

করোনায় আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রবার্তো। তিনি জানিয়েছেন যে, সম্প্রতি তিনি কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছেন।

Advertisement

মেক্সিকোতে এখন পর্যন্ত ৪০ হাজার ১৮৬ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬২ জন এবং মারা গেছে ২৯৪ জন।

দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ২২০ জনের। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৬ হাজার ৯৯০ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৮ হাজার ৯৭৬টি। অপরদিকে ৩৭৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

টিটিএন/জেআইএম

Advertisement