কক্সবাজারে যোগদান করেছেন ২১ জন নতুন সহকারী সার্জন। ৩৯তম বিসিএসে (বিশেষ) উত্তীর্ণ হয়ে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারে নিয়োগ পেয়েছেন তারা। এটি জেলা স্বাস্থ্য বিভাগের জন্য মাইলফলক বলে উল্লেখ করা হচ্ছে। নতুন এই চিকিৎসকরা গত মঙ্গলবার (১২ মে) কক্সবাজার সিভিল সার্জন অফিসে যোগদান করেন।
Advertisement
এদিকে নতুন সহকারী সার্জনদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান।
নবাগত সহকারী সার্জনদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু চাকরির জন্য নয়, মানবিকতা ও মানবসেবার লক্ষ্যে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।
কক্সবাজার সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত অভ্যর্থনায় মেডিকেল অফিসার ডা. সৌনম বড়ুয়া, প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম ও স্টেনোগ্রাফার মো. ওসমান গনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Advertisement
নবাগতরা রামু, চকরিয়া ও উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম