দেশজুড়ে

নবাবগঞ্জে আরও এক করোনারোগী, আক্রান্ত বেড়ে ২১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

Advertisement

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, বিকেলে পরীক্ষার ফলাফল পেয়ে এক বৃদ্ধের আক্রান্ত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

ডা. অনুপ জানান, আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার নতুন বান্দুরা গ্রামের বাসিন্দা। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। তিনজন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা ভালো।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হচ্ছে।

Advertisement

বিএ