দেশজুড়ে বিচারিক (নিম্ন) আদালতে এক হাজার ১৮৩ আবেদনের ভার্চুয়াল শুনানি নিয়ে এর মধ্যে এক হাজার ১৩ আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেয়া হয়েছে।
Advertisement
বুধবার (১৩ মে) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
গত সোমবার থেকে জামিন শুনানি শুরু হয়। প্রথমবারের মতো ওইদিন কুমিল্লা জেলা ও দায়রা জজ এক আসামিকে জামিন দেন। পরের দিন মঙ্গলবার ১৪৪ আসামিকে সারা দেশে জামিন দেয়া হয়।
Advertisement
বুধবার সুপ্রিম কোর্ট জানায়, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, বরিশাল (বিভাগ), রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রড়াইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনার বিভিন্ন আদালতে জামিন আবেদনগুলোর ওপর শুনানি হয়। শুনানি শেষে ১ হাজার ১৩ জনকে জামিন দেয়া হয়েছে। তবে কক্সবাজার, লক্ষ্মীপুর, বান্দরবানে কিছু আবেদন জমা পড়লেও তার ওপর শুনানি হয়নি।
এদিকে বুধবার পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল কোর্টে মোট তিনটি রিট আবেদন জমা দেয়া হয়েছে। এর মধ্যে একটির নিষ্পত্তি হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চে মোট ১৭০টি জামিন আবেদন জমা দেয়া হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১০টি। এছাড়া বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে মোট ১০টি জামিন আবেদন জমা পড়েছে।
এফএইচ/এমএসএইচ/এমএস
Advertisement