করোনা সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন দেশের প্রায় পাঁচ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহযোগিতা দেবে সরকার।
Advertisement
বুধবার (১৩ মে) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনা বিস্তার রোধে দেশব্যাপী চলমান লকডাউন পরিস্থিতিতে কর্মহীন দেশের প্রায় পাঁচ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে এককালীন আর্থিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় মাঠ পর্যায় থেকে এবং ঢাকা মহানগর এলাকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে।
Advertisement
প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে এসব অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
উল্লেখ্য, করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে কয়েক দফায় ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। কিন্তু দেশে এখনও করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই, বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সাধারণ ছুটি বাড়িয়ে আগামী ৩০ মে পর্যন্ত করা হচ্ছে বলে বুধবার জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
আরএমএম/এএইচ/এমএস
Advertisement