চাঁদপুরে আরও ১২ জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। বুধবার মোট ১০১ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন চাঁদপুর শহরের এবং একজন মতলব উত্তরের।
Advertisement
বাকি ৮৯ জনের রিপোর্ট করোনা নেগেটিভ। নতুন আক্রান্তসহ চাঁদপুরে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। এর মধ্যে মৃত চারজন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। বাকি ৪৪ জন চিকিৎসাধীন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, চাঁদপুর সদর উপজেলায় আক্রান্তরা হলেন- শহরের আদালতপাড়ার এক গৃহবধূ (৩৮) ও তার ছেলে (১২), চিত্রলেখা মোড় এলাকার এক ব্যক্তি (৫৫) ও তার ছেলে (১৭), সিভিল সার্জন অফিসের এক কর্মচারী (৫৯), বড়স্টেশন ক্লাব রোডের একজন (২৫), মিশন রোডের একজন (২৫), সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একজন (১৬), বকুলতলা এলাকার একজন (৩০), মধ্য ইচুলির একজন (৩৮), চাঁদপুর ট্রাফিক পুলিশের এক সদস্য (৫৯)।
এদের মধ্যে শহরস্থ ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের একজন ল্যাব টেকনিশিয়ান। নতুন আক্রান্ত পুলিশ সদস্যসহ চাঁদপুরে মোট ৯ জন করোনায় আক্রান্ত পুলিশ সদস্য রয়েছে। মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা কেন্দ্রের কম্পিউটার অপারেটরও করোনায় আক্রান্ত।
Advertisement
ইকরাম চৌধুরী/এমএএস/এমকেএইচ