জাতীয়

এলিফ্যান্ট রোডের সানরাইজ প্লাজা বন্ধ করল পুলিশ

করোনা সংক্রমণরোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর এলিফ্যান্ট রোডের সানরাইজ প্লাজা বন্ধ করে দিয়েছে পুলিশ।

Advertisement

বুধবার (১৩ মে) দুপুরে এলিফ্যান্ট রোডের মার্কেটটি বন্ধ করে দেয়া হয়। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উপ-কমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় সানরাইজ মার্কেট বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, গত দুদিন মার্কেট পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং স্প্রে ট্যানেল বসানোর জন্য অনুরোধ করা হয়। মার্কেট কর্তৃপক্ষ কথা দিয়েছিলেন যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন এবং স্প্রে ট্যানেল বসাবেন। কিন্তু বুধবার (১৩ মে) ওই মার্কেট পরিদর্শনে গেলে সেখানে পূর্বের অবস্থা দেখা যায়। তাই করোনাভাইরাসের সংক্রমণরোধে জননিরাপত্তায় সানরাইজ প্লাজা বন্ধ করা হয়।

Advertisement

‘মার্কেট কর্তৃপক্ষ বা ব্যবসায়ীরা স্প্রে ট্যানেল স্থাপন এবং সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে পুনরায় দোকান খুলতে পারবেন’ যোগ করেন আজিমুল হক।

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সাধারণ ছুটিতেও ঈদকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণসহ বেশ কিছু শর্তে সরকার ১০ মে থেকে বিপণি-বিতান খোলার অনুমতি দিয়েছে।

এআর/এএইচ/এমএস

Advertisement