দেশজুড়ে

একজনের মৃত্যু, পরিবারের বাকি ৮ জন করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্ত সবাই সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের মোল্লা বাড়ির বাসিন্দা।

Advertisement

এর আগে ৬ মে ওই পরিবারের একজন মৃত্যুবরণ করেন। মৃত্যুর একদিন পর ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সিদ্ধিরগঞ্জ থানা ও আক্রান্তদের পরিবারের দেয়া তথ্য মতে, তাদের পরিবারের এক সদস্য গত কয়েকদিন আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ওই ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। মৃত্যুর একদিন পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে ওই পরিবারের সবাই নুমনা পরীক্ষা করান। বুধবার (১৩ মে) তাদের সবার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে ৩ ও ১১ বছরের দুই শিশুও রয়েছে। বাকি ৬ জনের মধ্যে একজনের বয়স ২৭, একজনের ২৮, একজনের ৩২, দুইজনের ৩৫ ও একজনের ৩৮ বছর। তবে বর্তমানে তাদের সবাই সুস্থ আছেন বলে জানান আক্রন্তদের পরিবারের এক সদস্য। তারা সবাই বিগত কয়েকদিন ধরেই বাড়িতে রয়েছেন।

Advertisement

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, আক্রান্তদের সবাই বর্তমানে সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের বাড়ি লকডাউন করেছি। বাড়ির সদস্যদের বাইরে আসতে নিষেধ করেছি। একইসঙ্গে বাইরে থেকেও কাউকে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছি।

হোসেন চিশতী সিপলু/এফএ/এমএস