তথ্যপ্রযুক্তি

অনলাইনে কেনা যাবে গরুর গোবর

তথ্যপ্রযুক্তির এই যুগে কষ্ট কমিয়ে দিচ্ছে অনলাইন শপিং সাইটগুলো। কম্পিউটারে ব্রাউজ করলেই ঘরে বসে পাওয়া যাচ্ছে নিজের পছন্দমতো পোশাক, গহনা বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এবার এই কেনাকাটায় যোগ হয়েছে গোবর। অবাক হওয়ার মতো বিষয় হলেও ইতিমধ্যে এ আইডিয়া নিয়ে অনলাইনে মার্কেটিংয়ে নেমেছে শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট অ্যামাজন। অ্যামাজন ছাড়াও এ আইডিয়া নিয়ে  অনলাইনে মার্কেটিং করছে শপক্লুস ও বিগ বাস্কেট। আপাতত হিন্দুপ্রধান দেশগুলোতেই এই সেবা পাওয়া যাচ্ছে। কারণ হিন্দুদের পূজোয় গোবর হল অতি প্রয়োজনীয় একটি জিনিস। তাই পুজোর উপহার হিসেবেই এই গোবর বিক্রির উদ্যোগ নিয়েছে ওই সাইটগুলো। কিন্তু এ গোবর প্রক্রিয়াজাত। এটাতে দুর্গন্ধ ছড়াবে না। একেবারে খটখটে শুকনো সুন্দর প্যাকেট করা। ই-বে-তে ২২টি গুণগত মানসম্পন্ন ঘুঁটের (গোবর বিস্কুট) দাম পড়বে ২৭৪ টাকা ৫০ পয়সা। নির্মাতা সংস্থার দাবি, একটি ঘুঁটের ব্যাস ৯ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার পুরু। সাবুত নামে আর এক সংস্থা এই শুকনো গোবর বিক্রি করছে ৭৫০ গ্রাম মাত্র দুইশ টাকায়। এআরএস/এমএস

Advertisement