জাতীয়

যে ৩ রুটে চলছে রেলের পার্সেল স্পেশাল ট্রেন

করোনার প্রাদুর্ভাবে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়েতে কৃষিপণ্যবাহী পার্সেল ট্রেন চলাচল করছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে তিনটি রুটে ট্রেন চলাচল করছে।

Advertisement

রুট তিনটি হলো- চট্টগ্রাম-সরিষাবাড়ী -চট্টগ্রাম। ঢাকা -ভৈরব বাজার-ঢাকা এবং বীরমুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড়) -ঢাকা।

বুধবার (১৩ মে) রেল মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১ মে থেকে উল্লেখিত ট্রেনগুলো কৃষিপণ্য বা সবজি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পরিবহন করছে। এ পর্যন্ত উল্লেখিত লাগেজ ভ্যান ট্রেনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে প্রায় পাঁচ লাখ কেজি সবজি ও কৃষিপণ্য পরিবহনের মাধ্যমে প্রায় সাড়ে চার লাখ টাকার রাজস্ব আয় করেছে। এতে জনসাধারণ তথা কৃষকের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে।

Advertisement

এমইউএইচ/এএইচ/এমকেএইচ