টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিল এবং ইসিতে আপিল করেও প্রার্থিতা না পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার বিকেল ৪টায় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি। তার ব্যক্তিগত সহকারী মো. ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। তবে ঋণখেলাপির অভিযোগে গত ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।গত শুক্রবার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করলে রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বধীন ইসি আপিল আবেদন খারিজ করে দেন।প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসন থেকে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। গত ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর নির্বাচন কমিশন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।আরএস/এমএস
Advertisement