জাতীয়

শেখ রাসেল হত্যা ছিল মানবতার চরম লঙ্ঘন : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, শেখ রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ড ছিল মানবতার চরম লঙ্ঘন। তিনি বলেন, এ হত্যাকাণ্ড ছিল দেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান ও তার পশ্চিমা প্রভুদের পরাজয়ের প্রতিশোধ।আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, বঙ্গবন্ধুর পরিবারের কোনো সদস্য বেঁচে থাকলে তাদের উদ্দেশ্য সফল হবে না ভেবেই তারা সেদিন শিশু শেখ রাসেলকেও হত্যা করেছিল। রোববার বিকেলে রাজধানীর  উপলক্ষ্যে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হানিফ।যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।মাহবুব-উল আলম হানিফ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনিদের বিচার হয়েছে। কয়েক জনের ফাঁসির রায় কার্যকর হয়েছে এবং বেশ কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি বিদেশে পালিয়ে রয়েছে। তিনি বলেন, যে সকল খুনি বিদেশে পালিয়ে রয়েছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।এ বিষয়ে হানিফ আরো বলেন, আমরা আশা করি, যে সকল দেশে খুনিরা পালিয়ে রয়েছে সে সকল দেশের সরকার ইতিহাসের নির্মম এ হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করতে সহায়তা করবেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতিকে দু’ভাগে বিভক্ত করা হয়েছিল। পৃথিবীর কোনো স্বাধীন দেশে এ ধরনের বিভক্ত জাতি দেখা যায় না।হানিফ আরো বলেন, সময় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বিভক্তি দূর করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক একটি বিভক্তিহীন জাতি গড়ে তোলার।বিএ

Advertisement