চট্টগ্রামে প্রথম কোনো সংবাদকর্মী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশে (ইউএনবি) কাজ করেন ও একটি আঞ্চলিক নিউজ পোর্টালের সম্পাদক।
Advertisement
মঙ্গলবার (১২ মে) রাত দেড়টার দিকে তার করোনা আক্রান্তের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
ওই সাংবাদিক নিজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গত কয়েকদিন যাবত জ্বর ছিল। এর মধ্যে গত রোববার (১০ মে) বিআইটিআইডিতে করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। কয়েকবার দ্রুত নমুনার পরীক্ষার জন্য যোগাযোগ করার পর মঙ্গলবার (১২ মে) নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।
এ সময় স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের চারজনকে দ্রুত করোনার নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছেন ওই সাংবাদিক।
Advertisement
এদিকে, মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে ২৪৮টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলায় ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ২৫ জন নগরের বিভিন্ন এলাকার এবং ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলার ২৭ জনের একজন হলেন- চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৪৭ জন চট্টগ্রাম নগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলার।
সোমবার (১১ মে) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭০টি নমুনা পরীক্ষা করে ২০টি পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে চট্টগ্রাম জেলার বাসিন্দা রয়েছেন ২ জন। মঙ্গলবার রাতে এ রিপোর্ট প্রকাশ করা হয়।
Advertisement
অন্যদিকে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রাম জেলার ৩৯টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
মঙ্গলবার নতুন শনাক্ত ৮৪ জনসহ এখন চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৪১৭ জন। এর মধ্যে ঢাকা, রাজবাড়ী, কুমিল্লা ও কক্সবাজারের সাতজনও রয়েছেন।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭০ জন। বর্তমানে ২৩২ জন রোগী আইসোলেশনে আছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩৮ জন।
আবু আজাদ/এফআর