বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সৌদিআরবে আরও এক হাজার ৯১১ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৫ জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৪ জনে।
Advertisement
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার দিক থেকে রেকর্ড গড়েছে। দেশটিতে একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৫২০ জন। এটি সৌদিতে একদিনে সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড। এ পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ১৫ হাজার ২৫৭।
মঙ্গলবার (১২ মে) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে দেশটির রাজধানী রিয়াদে সর্বোচ্চ শনাক্ত হয়েছে, ৪৪৩ জন। মক্কায় ৪০৭ জন, জেদ্দায় ৩০৬, মদিনায় ১৭৬, আল হূফুফে ৯১, দাম্মামে ৭৮, খোবারে ৭৪, আল মাজমাহে ৫৭, হাদ্দায় ৪২, জুবাইলে ৩৩, তাবুকে ২৭, দাহাহরানে ১৮, কারাহে ১৮, হাজীম আল জালামিদে ১৮, কাতিফে ১৭, বেইশে ১৭, তাইপে ১৬, হাইল ১০, খারিজে ১০, নাজরানে ৫, খামিস মুসাইতে ৪, ওয়াদি আদদাওয়াসির ৪, সাফওয়া ৪, আরও কিছু এলাকায় ১/২/৩ জন করে আক্রান্ত হয়েছেন।
Advertisement
এদিকে দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশটিতে প্রবাসীদের মধ্যে করোনা আক্রান্তের তালিকায় সবার প্রথমে রয়েছে সিঙ্গাপুর, এরপরেই রয়েছে বাংলাদেশি প্রবাসীরা। সোমবার (১১ মে) পর্যন্ত দেশটিতে ৭ হাজার বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন।
এফআর