সাহিত্য

সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার পাচ্ছেন মঞ্জু ও ফ্রাঁস

এ বছর বাংলা একাডেমি প্রবর্তিত সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রবাসী বাঙালি কথাশিল্পী মঞ্জু ইসলাম এবং বাংলা ভাষা ও সাহিত্যের ফরাসি গবেষক ফ্রাঁস ভট্টাচার্য। শনিবার যুক্তরাজ্যের লন্ডনে আমানাহ সেন্টারে বাংলা একাডেমি আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।ইতোপূর্বে পুরস্কারপ্রাপ্ত লেখকগণ এবং এ বছর পুরস্কারপ্রাপ্ত লেখক মঞ্জু ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন।পুরস্কার ঘোষণা করে শামসুজ্জামান খান বলেন, সৈয়দ ওয়ালীউল্লাহ প্রথম আন্তর্জাতিক লেখক। কারণ তিনি বিদেশে অবস্থান করে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই সাহিত্যচর্চা এবং বই প্রকাশ করেছেন। এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়েছে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি লেখকদের মধ্যে যারা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় সাহিত্যচর্চা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যারা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করেন তাদের সৈয়দ ওয়ালীউল্লাহ স্মরণে প্রবর্তিত এ পুরস্কার প্রদান করা হবে।শামসুজ্জামান খান জানান, ঢাকায় অনুষ্ঠিতব্য অমর একুশে গ্রন্থমেলা ২০১৬-তে আনুষ্ঠানিকভাবে ফ্রাঁস ভট্টাচার্য এবং মঞ্জু ইসলামকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০১৫’ প্রদান করা হবে।গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লন্ডনে আমানাহ সেন্টারে উদ্বোধন হয় বাংলা একাডেমির তিন দিনব্যাপি বইমেলা। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম এ হান্নান।বিএ

Advertisement