ইতালির উত্তরে মিলান অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লোকমান হাওলাদার (৩০) নামে এক বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
Advertisement
মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় আনুমানিক সকাল ৮টায় মিলান শহরের মানজাগাল্লি হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে ইতালিতে এ ভাইরাসে ১০ জন বাংলাদেশির প্রাণ কেড়ে নিয়েছে।
মৃত ওই ব্যক্তির তার বাড়ি মাদারীপুর জেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব চরনাচনা গ্রামে। মৃত্যুর এ খবরটি নিশ্চিত করেন সমাজকর্মী উম্মে হাবিবা শিলা। মৃত্যুকালে দেশে তার স্ত্রী ও এক সন্তানসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রবাসী বাংলাদেশিরা।
Advertisement
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রায় ৪৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ২ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। এখন পর্যন্ত হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশে এখন পর্যন্ত ১৬ হাজার ৬৬০ জন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। ভাইরাসটি প্রাণ কেড়ে নিয়েছে ২৫০ জনের।
এফআর
Advertisement