করোনাভাইরাসের কারণে টানা একমাসেরও বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার (১৩ মে) থেকে পুনরায় ঢাকায় নিয়মিত কার্গো ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস এয়ারলাইন্সের পণ্য পরিবহণ শাখা- এমিরেটস স্কাইকার্গো।
Advertisement
ফ্লাইটগুলো সপ্তাহে দু’দিন মঙ্গল ও বৃহস্পতিবার চলাচল করবে এবং দেশীয় শিল্পপণ্য রফতানিতে বিশেষ ভূমিকা রাখবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস বাংলাদেশ।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীবাহী বোয়িং ৭৭৭-৩০০ইআর মডেলের উড়োজাহাজের বেলিহোল্ড এবং যাত্রী আসনে পণ্য পরিবহন করা হচ্ছে।
Advertisement
বাংলাদেশে এমিরেটসের কার্গো ম্যানেজার শেখ ইদ্রীস আলী বলেন, ‘বাংলাদেশের বাণিজ্য উন্নয়নে এমিরেটস সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশ্বব্যাপী বাণিজ্য সহযোগী দেশগুলোর সঙ্গে সাপ্লাই চেইন পুনঃস্থাপনের মাধ্যমে স্থানীয় শিল্পের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি আমরা।’
তিনি আরও বলেন, ‘আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে কার্গো শিল্পের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমিরেটস ফার্মা থেকে শুরু করে এমিরেটস ফ্রেশ পর্যন্ত সকল সেবা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তাপ সংবেদনশীল সকল পণ্যের ক্ষেত্রে সার্বক্ষণিক কুল চেইন বজায় রাখা এবং পুরো সাপ্লাই চেইনে নিরবচ্ছিন্নতা নিশ্চিত করা সম্ভব হয়। নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, তাই দুবাইয়ে স্যানিটেশন টানেল থেকে শুরু করে স্টাফ ও গ্রাহকদের ব্যক্তিগত সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছুই নিশ্চিত করা হয়েছে।’
বাংলাদেশ থেকে ইউরোপ এবং আমেরিকায় তৈরি পোশাক, পিপিই ও মাস্ক, ওষুধ, পচনশীল পণ্য এবং কুরিয়ার সামগ্রী পরিবহনের আশা করছে এমিরেটস স্কাইকার্গো। অন্যদিকে সম্ভাব্য আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ও কাঁচামাল।
এআর/এফআর
Advertisement