খেলাধুলা

ভারতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের নতুন সূচি নির্ধারণ করলো ফিফা

করোনাভাইরাসের কারণে ভারতের অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ পিছিয়ে দিয়েছিল ফিফা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়ার পর অবশেষে নতুন দিনক্ষণ চূড়ান্ত করেছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। যদিও এ বছর আর অনুষ্ঠিত হচ্ছে না টুর্নামেন্টটি। আগামী বছর অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার) এই টুর্নামেন্টের নতুন দিনক্ষণ জানাল আয়োজকরা।

Advertisement

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের ২ নভেম্বর। ফাইনালের তারিখ ছিল ২১ নভেম্বর। ফিফা জানিয়েছে, আগামী বছর (২০২১ সালে) ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে নারীদের (অনূর্ধ্ব-১৭) এই বিশ্বকাপ।

তিন বছর আগে ভারতের মাটিতে সফলভাবে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ। এ কারণেই এ বছর ভারতকে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয় ফিফা। কিন্তু করোনা আতঙ্কে আগেই এ বছর বিশ্বকাপ আয়োজন বাতিল করে ফিফা।

আয়োজকরা বলছেন, ‘ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট শুরুর কারণ, ততদিনে উয়েফা, এএফসি, কনকাকাফের মতো মহাদেশীয় ফুটবল কাউন্সিলগুলো বাছাই পর্বের খেলা সেরে ফেলতে পারবে। এছাড়া আশা করা যায়, ততদিনে ভারতের পরিস্থিতিও এখনকার তুলনায় অনেক ভাল হয়ে যাবে।

Advertisement

ভারতের নভি মুম্বাই, গুয়াহাটি, আহমেদাবাদ, কলকাতা ও ভুবনেশ্বর- এই পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের খেলাগুলো।

এদিকে নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন করছে কোস্টরিকা ও পানামা। আগের সূচি অনুযায়ী, অগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২০ নারীদের বিশ্বকাপ। সূচি পরিবর্তনের ফলে তা হবে আগামী বছরের ২০ জানুযারি থেকে ৬ ফেব্রুয়ারি- এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

আইএইচএস/

Advertisement