টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এক নারী উধাও হয়ে গেছেন। মঙ্গলবার (১২ মে ) দুপুর থেকে করোনা আক্রান্ত ওই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায়।
Advertisement
ডা. রামপদ রায় বলেন, সদর উপজেলার বাঘিল গ্রামের এক নারী করোনায় আক্রান্ত বলে বিষয়টি সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়। তবে ওই নামে বাঘিল গ্রামে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের মাধ্যমে খোঁজ করা হলে শুধু স্বামীর নাম মিল পাওয়া যায় ওই নারীর। তবে তার নাম মেলেনি। সেই সঙ্গে যে মোবাইল নম্বর দেয়া হয়েছিল সেটি বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, নিখোঁজ নারীর সন্ধানে কাজ করছে প্রশাসন, স্বাস্থ্য ও থানা পুলিশের সদস্যরা। এ নিয়ে টাঙ্গাইল সদর উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো চারজনে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, মোবাইল ট্র্যাকিং করে ওই নারীর অবস্থান সখীপুর উপজেলায় বলে জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
আরিফ উর রহমান টগর/এএম/এমএস