দেশজুড়ে

দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে : দীপু মনি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, অস্থিতিশীল করতে দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। তারা বোমা মেরে মানুষ হত্যা ও বিদেশি হত্যা করে দেশের সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করছে।তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেশকে পিছিয়ে দিতে চায়। দেশ-বিরোধী এ অপশক্তিকে রুখে দিতে হবে। এ অপশক্তিকে বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না।রোববার বিকেলে লক্ষ্মীপুর শহরের নছির আহাম্মদ ভূইয়া মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্ধোধক ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার।জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফিরোজ আলমের সভাপতিত্ব ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান রাসেলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি।বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর -৩ আসনের এপি এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটোয়ারী ও শামছুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর জেলা স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।কাজল কায়েস/বিএ

Advertisement