সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তিতাস হিল্লোল রেমা করোনায় আক্রান্ত।
Advertisement
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
তিনি এখন রাজধানীর স্কোয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। প্রায় ১১ দিন আগে থেকে জ্বর ও সর্দি ছিলো তার। এরপর গত ১১ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১২ মে) করোনা রিপোর্ট পজেটিভ আসে এবং পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় ।
দুই কন্যা সন্তানের জনক অ্যাডভোকেট রেমা খৃষ্টান ধর্মীয় ও গারো আদিবাসী আইনজীবী। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়ারামপুরের সন্তান অ্যাডভোকেট রেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯তম ব্যাচের ছাত্র ছিলেন।
Advertisement
তিনি ২০০৯ সাল থেকে ৭ মে ২০১৯ পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।
এর আগে সুপ্রিম কোর্টের আরও দুই আইনজীবীর করোনায় আক্রান্ত হন।
এফএইচ/এএইচ/এমকেএইচ
Advertisement