গণমাধ্যম

রাজধানী সুপার মার্কেটে স্বাস্থ্যবিধির বালাই নেই, সাংবাদিক লাঞ্ছিত

রাজধানী সুপার মার্কেট। ঢাকার টিকাটুলিতে অবস্থিত এই মার্কেটে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। মার্কেটটির বেশকিছু গেট রয়েছে। এসব গেট দিয়ে যে যেভাবে পারছেন প্রবেশ করছেন। ক্রেতাদের শরীরের তাপমাত্রা মাপার কোনো ব্যবস্থা নেই। সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কারেরও কোনো উদ্যোগ নেই। মোট কথা যেসব শর্তে বিপণি-বিতান খোলার অনুমতি দেয়া হয়েছে, সেসব শর্ত মানা হচ্ছে না এই মার্কেটে।

Advertisement

মঙ্গলবার দুপুরে এসব অনিয়মের ছবি ও ভিডিও তুলতে গিয়ে লাঞ্ছনার শিকার হন জাগো নিউজের নিজস্ব ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য বিপ্লব দীক্ষিত। মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করা হয়।

সাংবাদিক পরিচয় দেয়ার পরও তার মাথায় ও পেটে ঘুষি মারেন। বারবার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তখন দায়িত্বরত এক নারী পুলিশ সদস্য এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

বিপ্লব দীক্ষিত বলেন, দায়িত্বরত পুলিশ এগিয়ে না এলে আমাকে আরও লাঞ্ছিত করতো ওরা। ওই মার্কেটে প্রবেশ করার সময় কারও তাপমাত্রা মাপা হচ্ছিল না। এমনকি হাত ধোয়ার কোনো ব্যবস্থাও নেই। সামাজিক দূরত্ব না মেনেই কেনাকাটা চলছিল। এসব দৃশ্য ধারণ করতে গেলে সেখানকার লোকজন রেগে যান।

Advertisement

এইচএস/জেডএ/এনএফ/এমএস