দেশজুড়ে

দুর্গাপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় রঞ্জয় দাস (৩২) নামে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে উপজেলার কানিয়াইল নামক স্থানে এ ঘটনা ঘটে। রঞ্জয় দাস বিরিশিরি ইউনিয়নের করনিয়া গ্রামের তুষার দাসের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্গাপুরের উৎরাইল বাজার থেকে ফেরার পথে কানিয়াইল নামক স্থানে গতিরোধ করে রঞ্জয় দাসকে গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।এসময় রঞ্জয় দাসের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষ রঞ্জয় দাসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেছে।এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।কামাল হোসাইন/বিএ

Advertisement