বিনোদন

২৩ বছরের ভাইকিংস ছেড়ে দিলেন ভোকালিস্ট তন্ময় তানসেন

দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘ভাইকিংস’। দিনে দিনে দলটি তরুণদের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। হঠাৎ করে দলে এলো পরিবর্তন।

Advertisement

২৩ বছর পর দল ছেড়ে দিয়েছেন ব্যান্ড দলটির ভোকালিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য তন্ময় তানসেন। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছে ১৯৯৭ সালে গঠিত হওয়া ব্যান্ড দলটি।

অফিসিয়াল পেজে ভাইকিংসের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আমরা বেদনার সঙ্গে জানাচ্ছি আমাদের ভোকালিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য তন্ময় তানসেন আমাদের সঙ্গে আর থাকছেন না। তার সঙ্গে আমাদের ২৩ বছরের দুর্দান্ত পথ চলার গল্প আছে। তিনি সর্বদা এই পরিবারের সদস্য হিসেবেই থাকবেন।'

ভোকালিস্ট তন্ময় তানসেনের ব্যান্ড ছাড়ার কারণ হিসেবে জানানো হয়েছে, তিনি নিজের ক্যারিয়ারের প্রতি মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

এদিকে এ প্রসঙ্গে তন্ময় তানসেনের তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে গঠিত হয়ে ‘ভাইকিংস’ ১৯৯৯ সালেই ‘স্টার সার্চ’ প্রতিযোগিতায় সেরা ব্যান্ড নির্বাচিত হয়। নব্বই এর দশক থেকে তাদের বিপুল খ্যাতির মাঝেই কিবোর্ডিস্ট বাবুর অনুপস্থিতিতে ব্যান্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সে সময় ‘ভাইকিংস’ আড়ালে থাকলেও নাটক ও চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে সরব ছিলেন তন্ময় তানসেন।

তারই পরিচালিত ‘রান আউট’ সিনেমার মাধ্যমে ১১ বছর পর ২০১৫ সালে আবারও গানে ফিরে ‘ভাইকিংস’।

এলএ/এমএস

Advertisement