করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার।
Advertisement
৬৪টি জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) পর্যন্ত সারা দেশে ত্রাণ হিসেবে চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ২১৭ টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৩৩ টন। এতে উপকারভোগী এক কোটি পরিবারের সাড়ে চার কোটির বেশি মানুষ।
মঙ্গলবার (১২ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ত্রাণ হিসেবে নগদ টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এর মধ্যে নগদ বরাদ্দ করা হয়েছে ৬৪ কোটি এবং বিতরণ করা হয়েছে ৫২ কোটি ৭৬ লাখ ৮২ হাজার ৫২৩ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৫৯ লাখ ৯৬ হাজার ১১৫টি এবং উপকারভোগী লোকের সংখ্যা ৩ কোটি ১০ লাখ জন।
Advertisement
এছাড়া শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ প্রায় ১৬ কোটি টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ১০ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা চার লাখ এবং লোক সংখ্যা প্রায় আট লাখ।
আরএমএম/এমএসএইচ/এমকেএইচ