সাহিত্য

রঙিন প্রজাপতি

সানজিদা সামরিন

Advertisement

রাঙা দুই প্রজাপতিমুনাম আর কঙ্কাবতীসকাল থেকেই ব্যস্ত তারা, ভীষণ ছুটোছুটিমুখে ফোটে গান, ছড়া আর খেলে রান্নাবাটি।

যখন দুপুর হয়,স্নানটি সেরে কঙ্কাবতী দাঁড়ায় জানালায়আঙুল তুলে বলে- কেমন হতো বলো তো আপাইওই পাখিটি এলে?মুনাম হেসে বলে- মেঘ গলিয়ে আসবে যেদিন ছোট্ট নীল পাখিজানালায় বসে ডাকবে তোমায়, কঙ্কা আছ নাকি?কঙ্কাবতী হাসে, তাকায় অবাক চোখেস্বপ্ন দেখে নীল পাখিটির, আশা বাঁধে বুকে।

বিকেল গড়ায় যখনলক্ষী মুনাম রঙ, তুলিতেআঁকতে বসে তখন।লাল বৃষ্টি, সবুজ তারানীল শঙ্খচিলকত কী যে এঁকে ফেলেরেখে মনের মিল।

Advertisement

কঙ্কা তখন ছটফটে হয়দুষ্টুমিতে মাতেবলতে থাকে চাচ্চু কোথায়যাই না চলো ছাদে!এক পা দু’পা করে তারা ছাদে উঠে যায়সূর্যি মামা নত হয়ে স্বাগত জানায়।নেচে বেড়ায় তারা দু’বোন মুনাম-কঙ্কাবতীছাদ বাগানে ওরাই যেন রঙিন প্রজাপতি!

ছোট্টটি দেখে গাছের পাতা, ফুল ফুটলো নাকিমুনাম বলে- রোশো কঙ্কা, আর ক’টা দিন বাকি।তখন উড়ে ঘুরে বেড়ায় ছোট্ট কঙ্কাবতীচাচ্চুর কাছে মুনাম শেখে ‘আমাদের ছোট নদী’

এমনি করে সন্ধ্যামণি ডানা মেলে দেয়কঙ্কাবতী ধৈর্য হারায় মায়ের খোঁজ চায়।চাচ্চু বলে- চলো তবে কোলে এসো তাড়াতাড়িকঙ্কা বলে- না না না আমিই নামতে পারি!মুনাম আর চাচ্চু তখন হেসে গড়াগড়িসিঁড়ির ধাপে চলে ওদের ছড়ার ছড়াছড়ি!

এইচএ/পিআর

Advertisement