জাতীয়

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ১২০ পাকিস্তানি

করোনার কারণে বাংলাদেশে আটকাপড়া ১২০ পাকিস্তানি দেশে ফিরেছেন। পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার (পিআইএ) সহযোগিতায় পাক সরকারের একটি বিশেষ বিমানে মঙ্গলবার (১২ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

Advertisement

তাদের মধ্যে ৬৬ পাকিস্তানি শিক্ষার্থী রয়েছেন। পাকিস্তান হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশন জানায়, পিআইএ এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বজুড়ে আটকাপড়া কয়েক হাজার নাগরিককে ফিরিয়ে নিতে পাকিস্তানের বিশেষ প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে তারা দেশে ফেরেন।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিবহনের ব্যবস্থা পর্যবেক্ষণ এবং যাত্রীদের বিদায় জানান।

Advertisement

এ সময় হাইকমিশনার আশ্বাস দেন যে, ঢাকায় করোনা প্রাদুর্ভাবের মধ্যে যেসব পাকিস্তানি দেশে ফিরতে চায় তাদের সবার নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের লক্ষ্যে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। বাংলাদেশে পাকিস্তানিদের সুবিধার্থে হাইকমিশনের হেল্পলাইন এবং সোশ্যাল মিডিয়া কাজ চালিয়ে যাবে।

উল্লেখ্য, করোনায় লকডাউন চলাকালীন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পাকিস্তানিদের মধ্যে হাইকমিশন কর্তৃক ত্রাণ সহায়তা দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা পাকিস্তানে ফিরে যেতে যে ব্যবস্থা করা হয়েছে তাতে ও সন্তুষ্টি প্রকাশ করেন।

জেপি/এএইচ/এমএস

Advertisement