পটুয়াখালীতে জ্বর, সর্দি-কাশিতে মারা যাওয়া চা-বিক্রেতা বারেক গাজীর (৪৮) নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।
Advertisement
মঙ্গলবার (১২ মে) দুপুরে পটুয়াখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মুনয়েম সাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চা- বিক্রেতা বারেক গাজীর করোনা নেগেটিভ এসেছে।
স্থানীয় বাসিন্দা দেবাশীষ চক্রবর্তী বলেন, বারেক ভাই মারা যাওয়ার পর সবাই কেমন জানি পর হয়ে যায়। আমরা যারা তার দোকানে চা খেয়েছি তাদের পারলে স্থানীয়রা প্রশাসনের কাছে ধরিয়ে দেয়। আজ তার রিপোর্ট নেগেটিভ আসায় এলাকার সবার মাঝে স্বস্তি ফিরেছে।
ফৌজদারি পুল এলাকার ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার বারেক গাজীর রিপোর্ট করোনা নেগেটিভ আসায় আতঙ্ক কমেছে। এতদিন এলাকার সবাই আতঙ্কে ছিল।
Advertisement
গত বুধবার (০৬ মে) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে বারেক গাজীর মৃত্যু হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।
মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমকেএইচ