দেশজুড়ে

মাগুরায় দুই পুলিশ সদস্যসহ তিনজন করোনায় আক্রান্ত

মাগুরায় এবার এক স্বাস্থ্যকর্মী ও দুই পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisement

জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সোমবার সন্দেহজনক কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে মঙ্গলবার তাদের মধ্যে তিনজনের রিপোর্ট পজিটিভি এসেছে। এদের মধ্যে একজন মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্যকর্মী। অপর দুইজন শালিখা থানার পুলিশ সদস্য।

শালিখা থানায় আগেও একজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আশা বাকি পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে মঙ্গলবার তাদের রিপোর্ট পজিটিভি এসেছে।

বর্তমানে মাগুরা জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮৯ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২৩ জন। এছাড়া হোম আইসোলেশনে আছেন ১২ জন এবং হোম আইসোলেশন থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ করোনা রোগী।

Advertisement

আরাফাত হোসেন/এমএএস/এমএস