লাইফস্টাইল

বেগুনি মচমচে করার সবচেয়ে সহজ রেসিপি

ইফতারের জন্য বেগুনি তৈরি করলে তা মচমচে হয় না অনেক সময়। অনেক সময় আবার মচমচে হলেও তা কিছুক্ষণ পরেই নেতিয়ে পড়ে। তবে তৈরির সময় কিছু টিপস মেনে চললে বেগুনি মচমচে হবে। চলুন জেনে নেয়া যাক রেসিপি-

Advertisement

উপকরণ :বেসন- দেড় কাপচালের গুঁড়া- হাফ কাপমরিচ গুঁড়া- ১/২ চা চামচলম্বা বেগুন- ১টি বা ২ টিহলুদ গুঁড়া- ১/২ চা চামচবেকিং পাউডার- ১ চা চামচপেঁয়াজ বাটা- ১ চা চামচরসুন বাটা- ১/২ চা চামচলবণ- পরিমাণমতোতেল- ভাজার জন্য।

প্রণালি:বেগুন ও তেল বাদে বাকি সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে পানিতে দিয়ে থকথকে গোলা করে ১ ঘণ্টা ঢেকে রাখতে হবে। বেগুন পাতলা স্লাইস করে কেটে সামান্য লবণ মাখিয়ে রাখতে হবে।

কড়াইয়ে তেল গরম করে বেগুন বেসনের গোলায় ডুবিয়ে ডুবোতেলে ছাড়তে হবে। মচমচে বাদামি রং করে ভাজতে হবে। তেল থেকে উঠিয়ে কিচেন টাওয়েল অথবা কাগজের উপর রাখতে হবে যাতে বাড়তি তেলটুকু ঝরে যায়। তৈরি হয়ে গেল মচমচে বেগুনি।

Advertisement

এইচএন/জেআইএম