জাতীয়

করোনায় সেবা দিচ্ছে মেডিসিন ক্লাব

করোনা মোকাবিলায় কাজ করছে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের মেডিসিন ক্লাব।

Advertisement

মঙ্গলবার (১২ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় ইতিমধ্যে তারা অনেক কর্মসূচি হাতে নিয়েছে। এ দুর্যোগময় পরিস্থিতিতে দেশব্যাপী বেশকিছু কর্মসূচি তারা পালন করেছে। দেশের ২৮ জেলার চিকিৎসকদের মাঝে ৭০০ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তারা বিতরণ করেছেন। রাজধানীতে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিনামূল্যে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা চালু করেছে।

তারা (www.corona.gov.bd) টেলিমেডিসিনে সেবা প্রদান করে যাচ্ছে। দেশব্যাপী প্রায় ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। মুমূর্ষু রোগীদের ব্লাড ট্রান্সমিশনের প্রয়োজন হলে রক্তের যোগান দেয়ার কাজ করে যাচ্ছেন তারা।’

Advertisement

পিডি/এএইচ/এমকেএইচ