দেশের ৮ম বিভাগ হিসেবে ময়মনসিংহকে বাস্তবায়ন করায় বিজয় সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা বের করে জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ। রোববার শহরের টাউনহল শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এর আগে জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে বিজয় সমাবেশে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপি, জাপার সালাউদ্দিন মুক্তি এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান খান মিল্কী, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কাজী রানা, অ্যাডভোকেট শিব্বর আহমেদ লিটন, কাজী আজাদ জাহান শামীম, মনিরা সুলতানা প্রমুখ। বক্তারা ময়মনসিংহকে বিভাগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। এরপর বিজয় সমাবেশ শেষে বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়।ময়মনসিংহ বিভাগ হলো, নাগরিক আন্দোলন সফল হলো’ হাজারো জনতার কণ্ঠে এই স্লোগানের পাশাপাশি ঢাক-ঢোলের শব্দে মুখরিত হয়ে উঠে শহরের রাজপথ। মোটরবাইক আর ঘোড়াগাড়ির বহর সজ্জিত বণার্ঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে শেষ হয়। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ ১৯৮৯ সাল থেকে বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলা নিয়ে ময়মনসিংহকে বিভাগ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছিল। গত ২৬ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করে। তবে চূড়ান্ত অনুমোদনের সময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগের সঙ্গেই রাখা হয়। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ সেপ্টেম্বর নিকারের বৈঠকে বৃহত্তর ময়মনসিংহের চার জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-৩-এর প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত ১৩ অক্টোবর প্রকাশিত এক গেজেটের মাধ্যমে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা - এই চারটি জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। নবগঠিত এই বিভাগের আয়তন ১৩ হাজার ৬৩১.১২ বর্গকিলোমিটার।আতাউল করিম খোকন/এমএএস/আরআইপি
Advertisement