তৈরির অন্তত পাঁচদিন আগে থেকেই নিজেদের তৈরি লাচ্ছা সেমাই বিক্রি শুরু করেছে রাজশাহীর বেকারিপণ্য উৎপাদক ও বিক্রেতা ফুড ফেয়ার।
Advertisement
নগরীর বিসিক এলাকার কারখানায় উৎপাদনের পর মনিচত্বর এলাকার বিক্রয়কেন্দ্র থেকে সেগুলো বিক্রি হচ্ছে।
স্পেশাল লাচ্ছা সেমাই দাবি করে প্রতি ৫০০ গ্রাম ৮০ টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি। কিনে নিয়ে যাবার পর ফুড ফেয়ারের প্রতারণা টের পেয়েছেন গ্রাহকরা। এ নিয়ে কয়েকজন গ্রাহক যোগাযোগ করলে তাদের সাথে দুর্ব্যবহার করেছে মালিকপক্ষ।
উৎপাদনের আগেই নিজেদের লাচ্ছা বাজারে তোলার বিষয়ে জানতে কয়েক দফা যোগাযোগ করেও পাওয়া যায়নি ফুড ফেয়ারের মালিক ফরহাদ আহমেদকে।
Advertisement
তার এ ব্যবসা দেখাশোনা করেন ছোটভাই ফয়সাল আহমেদ। তিনি বলেন, কর্মীরা ভুল করে তারিখটা মেরেছেন। প্রতরণা নয়, এটি তাদের অনিচ্ছাকৃত ভুল।
তবে প্রতিষ্ঠানটির এই কাণ্ড গ্রাহকদের সাথে বড় ধরনের প্রতারণা বলছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ।
তিনি বলেন, প্রতারণার শিকার গ্রাহক লিখিত অভিযোগ দিলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া শিগগিরই ওই প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফেরদৌস/এমএএস/এফআর
Advertisement