দেশজুড়ে

পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে খুলনায় অনলাইন ক্লাস চালু

করোনাকালে দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা সঙ্কটের মুখে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চালু হয়েছে।

Advertisement

ফেসবুক এবং ইউটিউবে ভিডিও কন্টেন্ট সমৃদ্ধ অনলাইন সেবাটি সোমবার দুপুরে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা ব্যবস্থার সঙ্কট কাটিয়ে উঠতে অনলাইন শিক্ষা কার্যক্রমটি কাজে লাগবে। যা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন তথ্যপ্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য ভিডিও কন্টেন্ট ক্লাসগুলো ধারণ করে ইউটিউব এবং ফেসবুকে প্রচারের ব্যবস্থা করেছে।

Advertisement

সেবা দুটির লিংক ঠিকানা: ‘ডিজিটাল প্রাইমারী এডুকেশন খুলনা’ www.facebook.com/digital.pedu.khlwww.youtube.com/channel/UCj2HndGchQdg6B | ‘ডিজিটাল সেকেন্ডারি এডুকেশন খুলনা’-এর www.youtube.com/channel। ডিজিটাল প্রাইমারি এডুকেশন খুলনা এবং ডিজিটাল সেকেন্ডারি এডুকেশন খুলনা নামের দুটি ইউটিউব চ্যানেল ও একই নামের দুটি ফেসবুক পেজ চালু হয়েছে।

খুলনার অভিজ্ঞ শিক্ষকরা প্রতিটি ক্লাস ২০ মিনিটের উপযোগী করে তৈরি করেছেন। সপ্তাহের শুরুতে ক্লাসের একটি রুটিন প্রকাশ করা হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা কোন দিন, কখন, কোন ক্লাস হবে তা জানতে পারবে। প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও কন্টেন্ট সরবরাহ করা হবে। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড অব্যাহত থাকবে। যার ফলে করোনাকাল অতিক্রান্ত হওয়ার পরও শিক্ষার্থীরা এর সুবিধা পাবে। খুলনার বাইরে বসেও এই শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া যাবে।

শিক্ষার্থীরা এসব ক্লাসে তাদের মতামত, সমস্যা, মন্তব্য তুলে ধরার সুযোগ পাবে। টেলিভিশনের শিক্ষা কার্যক্রমটি একমুখী হলেও এই কার্যক্রম হবে দ্বিমুখী। ফলে শিক্ষার্থীদের কাছে এটি আরও আনন্দময় হবে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনার উপপরিচালক নিভা রাণী পাঠক ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মেহেরুন নেছা।

Advertisement

আলমগীর হান্নান/এএম/পিআর