গত কয়েকদিন থেকে এশিয়ার বেশিরভাগ দেশেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। তবে এর মধ্যেও আশার আলো দেখছে অর্থনৈতিক পরিস্থিতি। সোমবার ওয়াল স্ট্রিটের মতো এশিয়ার শেয়ারবাজারেও দেখা গেছে ঊর্ধ্বগতি।
Advertisement
দক্ষিণ কোরিয়া করোনা মহামারির প্রথম ধাক্কা সামলাতে পারলেও সম্প্রতি সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে সেখানে। নতুন রোগীর সংখ্যা বাড়ছে চীন-জাপানেও। এরপরেও এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনের মতো দেশগুলো লকডাউন শিথিল করায় আশাবাদী হয়ে উঠছেন বিনিয়োগকারীরা।
সোমবার জাপানের নিক্কেইয়ের সূচক বেড়েছে অন্তত ০.৭ শতাংশ আর দক্ষিণ কোরিয়ার কসপির সূচক বেড়েছে প্রায় ০.৩ শতাংশ। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০-তে দিনের শুরুতে কিছুটা মন্দাভাব গেলেও দ্রুতই এশিয়ার বাজারের মতো চাঙ্গা হয়ে ওঠে তারাও। দিনশেষে এসঅ্যান্ডপির সূচক বৃদ্ধি দাঁড়িয়েছে ০.৩ শতাংশ।
তবে বিপরীত চিত্র তেলের বাজারে। এদিন অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে কমেছে গড়ে এক মার্কিন ডলারের মতো।
Advertisement
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ২৪ ডলার প্রতি ব্যারেল। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ২৩ দশমিক ৯৩ ডলার।
একদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি অন্যদিকে লকডাউন শিথিল হওয়ায় গত দুই সপ্তাহে বেশ কয়েকবার ওঠানামা করেছে তেলের দাম। চাহিদা কম থাকায় উৎপাদক দেশগুলোর সিদ্ধান্তমতে সীমিত হারে চলছে এর উৎপাদন। এছাড়া, চীন-দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ বৃদ্ধির বিষয়েও সতর্ক দৃষ্টি রাখছেন তেল ব্যবসায়ীরা।
সূত্র: রয়টার্স
কেএএ/পিআর
Advertisement