সিঙ্গাপুরে আজও নতুন করে ৪৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩৮২২ জন। আজকে আক্রান্তদের বেশিরভাগই অভিবাসীদের থাকার জায়গা ডরমেটরির সঙ্গে যোগাযোগ রয়েছে।
Advertisement
১১ মে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। করোনাভাইরাস পরীক্ষায় কিটের ক্রুটি থাকায় একটি ল্যাবটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে৷ কোভিড-১৯ ল্যাবরেটরিতে কম পরীক্ষা করায় আজ কম সংখ্যক করোনায় পজিটিভ হচ্ছে।
১০ মে এর তথ্য অনুসারে ডরমেটরিতে বসবাসকারী ৩২৩০০০ অভিবাসী কর্মীদের মধ্যে ২০৯৬১ জনই করোনাভাইরাসে পজিটিভ। শতকরা প্রায় ৬.৫ ভাগই করোনাভাইরাস আক্রান্ত। আজকে আক্রান্তদের ২ জন সিঙ্গাপুরিয়ান ও পার্মানেন্ট রেসিডেন্স (PR) বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার।
সিঙ্গাপুরে ২৩ জানুয়ারি প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল। এরপর প্রথম ১০ হাজার আক্রান্ত হয়েছিল ১৩ সপ্তাহে আর পরের ১০ হাজার আক্রান্ত হয়েছেন মাত্র ২ সপ্তাহে৷ দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ মে পর্যন্ত ২৭১৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ।
Advertisement
করোনায় আক্রান্ত ও মৃত্যুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোকে ছাড়িয়ে গেছে সিঙ্গাপুর। দেশটিতে করোনায় আক্রান্ত বেশিরভাগই রোগীই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ ভাইরাসে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
আগামী ১৯ মে থেকে দেশটিতে স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হবে। বর্তমানে বিভিন্ন ডরমেটরিতে আইসোলেশনে রয়েছেন অভিবাসী শ্রমিকরা। সেখানে তাদের দৈনন্দিন চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী ১ জুন পর্যন্ত এসব কড়াকড়ি জারি থাকবে বলে জানানো হয়েছে।
এমআরএম/এমকেএইচ
Advertisement