পার্বত্য এলাকায় ২২৮টি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন অতিক্রম হওয়া সত্ত্বেও জাতীয়করণের অন্তর্ভুক্ত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এসব বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে পরবর্তী বৈঠকে অবহিত করা জন্য সুপারিশ করে।জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম, এ, আউয়াল বৈঠকে অংশ নেন। বৈঠকে পার্বত্য জেলাসমূহে ইউএনডিপির কার্যক্রম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চলমান অগ্রগতি এবং পার্বত্য জেলাসমূহে পরিচালিত এনজিওসমূহের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তের জন্য কমিটির সদস্য এম. এ আউয়ালকে তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এইচএস/এসকেডি/আরআইপি
Advertisement